অর্থ-বাণিজ্য
কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল: নেপাল রাষ্ট্রদূত
  21, November, 2024, 9:11:24:PM

অনলাইন ডেস্ক
নেপাল সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করছে। আগামীতে নেপাল আরও বেশি পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এ তথ্য জানান। সাক্ষাৎকালে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার আগেই ৭ আগস্ট নেপাল সরকার বাংলাদেশের পরিবর্তনকে স্বীকৃতি দিয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নেপাল সরকারের পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও নেপালের সম্পর্ক অত্যন্ত নিবিড়, ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার এ দুটি দেশের কূটনৈতিক সম্পর্কও দীর্ঘদিনের। দুটি দেশের কূটনৈতিক সম্পর্কে কখনো সংকট কিংবা টানাপড়েন তৈরি হয়নি, বরং দিনে দিনে সুদৃঢ় হয়েছে।

উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও নেপাল উভয়েই সার্ক ও বিমসটেকের সদস্য। বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতেও এ দুটি দেশ অভিন্ন মনোভাব পোষণ করে থাকে। উভয় দেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রসমূহ উত্তরোত্তর সম্প্রসারিত হচ্ছে। আগামীদিনে দুটি দেশের মধ্যকার সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে।

রাষ্ট্রদূত বলেন, সত্যিকার অর্থেই বাংলাদেশের সাথে নেপালের সম্পর্ক অত্যন্ত চমৎকার ও বন্ধুত্বপূর্ণ। নেপালের সম্পর্ক অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার চোখে দেখে।

এ সময় ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মু. আ: আউয়াল হাওলাদার ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।



     অর্থ-বাণিজ্য
কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল: নেপাল রাষ্ট্রদূত
রিজার্ভ কমে এখন ২০ বিলিয়ন ডলারে
লা মেরিডিয়ান হোটেল মালিক আমিন আহমেদ কারাগারে
দুদকের নতুন সচিব খোরশেদা ইয়াসমীন
রিজার্ভ চুরি: ৭৬ বার পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ
জ্বালানি সক্ষমতা বৃদ্ধিতে
২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি
দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসছে আমেরিকা থেকে
রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল
বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হয়েছেন ভারতীয় ধনকুব
২৪ বছর পর সোহেল চৌধুরী হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু
  সর্বশেষ
নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত যুক্তরাজ্যের
গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিক্ষার্থী নিহত
সিইও অ্যাওয়ার্ড পেলেন বায়োফার্মা লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লাহ
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল: নেপাল রাষ্ট্রদূত
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান
খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত: প্রধান উপদেষ্টা
নিজ্জর হত্যার বিষয়ে জানতেন মোদি ও জয়শঙ্কর: রিপোর্ট
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
xxxxxxxxxxxxxxxxx