☰ |
|
আন্তর্জাতিক |
আন্তর্জাতিক ডেস্ক ওই কর্মকর্তা বলেন, কানাডা ও মার্কিন গোয়েন্দারা এই হত্যাকাণ্ডের ছক তৈরির সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যোগসূত্র পেয়েছে। সেই সঙ্গে এই তালিকায় রয়েছেন মোদির বিশ্বস্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও। এই প্রথম কানাডায় বিদেশি-হস্তক্ষেপ অভিযানে জয়শঙ্করকেও যুক্ত করা হলো। মোদি ষড়যন্ত্রের বিষয়ে জানতেন বলে কানাডার কাছে সরাসরি কোনো প্রমাণ না থাকলেও ওই কর্মকর্তা বলেন, ভারতের তিনজন জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব মোদির সঙ্গে টার্গেট কিলিং নিয়ে আলোচনা করবেন না, এটা অকল্পনীয়। কানাডার সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইল এসব তথ্য দেওয়া কর্মকর্তার পরিচয় প্রকাশ করেনি। কেননা এসব জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার অনুমতি নেই। ২০২৩ সালে ভ্যাঙ্কুভারে ৪৫ বছর বয়সী নাগরিক হরদীপ সিং নিজ্জরকে হত্যার জন্য ভারতেকে দায়ী করে আসছে কানাডার সরকার। যিনি একজন বিশিষ্ট খালিস্তান প্রচারক ছিলেন। আন্দোলনকারীরা `খালিস্তান` নামে একটি স্বাধীন আবাসভূমি ভারত থেকে আলাদা করার দাবি জানায়। মোদির সরকার শিখ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত খালিস্তান কর্মীদের `সন্ত্রাসবাদী` এবং এর নিরাপত্তার জন্য হুমকি হিসাবে চিহ্নিত করেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও বলেছেন, এই হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার `স্পষ্ট ইঙ্গিত` রয়েছে। পাশাপাশি খালিস্তান কর্মীদের বিরুদ্ধে ভয় দেখানো, সহিংসতা এবং অন্যান্য হুমকির বিস্তৃত প্রচারণাও রয়েছে। যদিও ভারত বার বার কানাডার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। যার পরিণাম হিসেবে নয়াদিল্লি এবং অটোয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে। |
আন্তর্জাতিক |
সর্বশেষ |
xxxxxxxxxxxxxxxxx |