আন্তর্জাতিক
নিজ্জর হত্যার বিষয়ে জানতেন মোদি ও জয়শঙ্কর: রিপোর্ট
  21, November, 2024, 8:45:16:PM

আন্তর্জাতিক ডেস্ক
শিখ খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জর হত্যা এবং অন্যান্য সহিংস ষড়যন্ত্রের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানতেন বলে বিশ্বাস করে কানাডার নিরাপত্তা সংস্থাগুলো। কানাডায় নয়াদিল্লির বিদেশি হস্তক্ষেপ সংশ্লিষ্ট গোয়েন্দা মূল্যায়ন নিয়ে কাজ করা এক জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা এ কথা বলেছেন।

ওই কর্মকর্তা বলেন, কানাডা ও মার্কিন গোয়েন্দারা এই হত্যাকাণ্ডের ছক তৈরির সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যোগসূত্র পেয়েছে।

সেই সঙ্গে এই তালিকায় রয়েছেন মোদির বিশ্বস্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও। এই প্রথম কানাডায় বিদেশি-হস্তক্ষেপ অভিযানে জয়শঙ্করকেও যুক্ত করা হলো।

মোদি ষড়যন্ত্রের বিষয়ে জানতেন বলে কানাডার কাছে সরাসরি কোনো প্রমাণ না থাকলেও ওই কর্মকর্তা বলেন, ভারতের তিনজন জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব মোদির সঙ্গে টার্গেট কিলিং নিয়ে আলোচনা করবেন না, এটা অকল্পনীয়।

কানাডার সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইল এসব তথ্য দেওয়া কর্মকর্তার পরিচয় প্রকাশ করেনি। কেননা এসব জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার অনুমতি নেই।

২০২৩ সালে ভ্যাঙ্কুভারে ৪৫ বছর বয়সী নাগরিক হরদীপ সিং নিজ্জরকে হত্যার জন্য ভারতেকে দায়ী করে আসছে কানাডার সরকার। যিনি একজন বিশিষ্ট খালিস্তান প্রচারক ছিলেন। আন্দোলনকারীরা `খালিস্তান` নামে একটি স্বাধীন আবাসভূমি ভারত থেকে আলাদা করার দাবি জানায়।

মোদির সরকার শিখ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত খালিস্তান কর্মীদের `সন্ত্রাসবাদী` এবং এর নিরাপত্তার জন্য হুমকি হিসাবে চিহ্নিত করেছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও বলেছেন, এই হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার `স্পষ্ট ইঙ্গিত` রয়েছে। পাশাপাশি খালিস্তান কর্মীদের বিরুদ্ধে ভয় দেখানো, সহিংসতা এবং অন্যান্য হুমকির বিস্তৃত প্রচারণাও রয়েছে।

যদিও ভারত বার বার কানাডার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। যার পরিণাম হিসেবে নয়াদিল্লি এবং অটোয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে।



     আন্তর্জাতিক
নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত যুক্তরাজ্যের
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান
খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত: প্রধান উপদেষ্টা
নিজ্জর হত্যার বিষয়ে জানতেন মোদি ও জয়শঙ্কর: রিপোর্ট
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লার বোমা হামলা
হানিয়াকে হত্যা করতে ইরানি এজেন্ট ভাড়া করেছিল মোসাদ
পিটিআইকে নিষিদ্ধ করা হবে : পাক তথ্যমন্ত্রী
ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩৮ হাজার
হিংসা ও ঘৃণা ছড়ায় বিজেপি`, রাহুলের মন্তব্যে উত্তাল লোকসভা
মক্কায় ১৫ লাখের বেশি বিদেশী হজযাত্রী জড়ো হয়েছেন
  সর্বশেষ
নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত যুক্তরাজ্যের
গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিক্ষার্থী নিহত
সিইও অ্যাওয়ার্ড পেলেন বায়োফার্মা লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লাহ
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল: নেপাল রাষ্ট্রদূত
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান
খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত: প্রধান উপদেষ্টা
নিজ্জর হত্যার বিষয়ে জানতেন মোদি ও জয়শঙ্কর: রিপোর্ট
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
xxxxxxxxxxxxxxxxx