নিজস্ব প্রতিবেদক চলতি সপ্তাহের শেষে হজের আনুষ্ঠানিতা শুরু হচ্ছে। এ উপলক্ষে মুসলমানরা সৌদি আরবের পবিত্র শহর মক্কায় জড়ো হচ্ছেন। খবর সৌদি গেজেট ও আরব নিউজ।
সৌদি আরবের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবারের (১১ জুন) মধ্যে দেশটিতে ১৫ লাখের বেশি বিদেশী হজযাত্রী এসে পৌঁছেছেন।
তাদের বেশিরভাগই বিমানে এসেছেন। আগামী কয়েক দিনে আরো হজযাত্রী আসবেন। হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পর সৌদি আরবের নাগরিক ও প্রবাসীরাও তাদের সঙ্গে যোগ দেবেন।
সৌদির কর্মকর্তারা বলেছেন, তারা আশা করছেন গত বছরের চেয়ে এবার হজযাত্রীর সংখ্যা বেশি হবে। গত বছর ১৮ লাখের বেশি মানুষ হজ আদায় করেছিলেন। উল্লেখ্য, করোনা অতিমারির আগে ২০১৯ সালে ২৪ লাখের বেশি মানুষ হজ আদায় করেন। শুক্রবার (১৪ জুন) হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
|