আন্তর্জাতিক
এবার ভারতের মসলা নিষিদ্ধ করল নেপাল
  18, May, 2024, 4:45:51:PM

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের এমডিএইচ ও এভারেস্টের সব মসলা নিরাপত্তাজনিত কারণে আপাতত নিষিদ্ধ করেছে নেপাল। সিঙ্গাপুর ও হংকংয়ের পর তৃতীয় দেশ হিসেবে ভারতের মসলা নিষিদ্ধ করল দেশটি। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ওই মসলাগুলোর উপাদান পরীক্ষা করে দেখছে নেপালের ডিপার্টমেন্ট অব ফুড টেকনোলজি অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল। আপাতত নেপালে ওই ব্র্যান্ড দুটির মসলা খাওয়া, কেনা ও বিক্রি করা যাবে না।

নেপাল সরকারের ডিপার্টমেন্ট অব ফুড টেকনোলজি অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোলের মুখপাত্র মোহনকৃষ্ণ মহার্জন বলেন, ‘এমডিএইচ ও এভারেস্টের মসলার আমদানি নিষিদ্ধ করা হয়েছে। আমাদের এখানে বাজারে ওই মসলা বিক্রিও নিষিদ্ধ করেছি। ওই মসলাগুলোতে ক্ষতিকারক রাসায়নিক রয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই এ পদক্ষেপ।’

মোহনকৃষ্ণ মহার্জন আরো বলেন, ‘এই নির্দিষ্ট দুটি ব্র্যান্ডের মসলায় ক্ষতিকর রাসায়নিক আছে কিনা, ঠিক কী ধরনের রাসায়নিক রয়েছে, তা আমরা খতিয়ে দেখছি। পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। চূড়ান্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে।’

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকা, নিউজ়িল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নেও যাচাইয়ের মুখে পড়েছে ভারতীয় এই দুই ব্র্যান্ডের মসলা। সেখানে এখনো মসলাগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে এ নিয়ে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্বিগ্ন, তা জানানো হয়েছে। চলছে পরীক্ষা-নিরীক্ষা।

মসলার মধ্যে মূলত ইথিলিন অক্সাইড নামক কীটনাশকের উপস্থিতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ, এ রাসায়নিক মসলা জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা হচ্ছে। কিন্তু মানুষের শরীরের পক্ষে এই মসলা অত্যন্ত ক্ষতিকর। ফলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। গত এপ্রিলে ইথিলিন অক্সাইডের উপস্থিতির অভিযোগ তুলে ভারতের দুই ব্র্যান্ডের মসলাকে নিষিদ্ধ ঘোষণা করে সিঙ্গাপুর। তার কয়েকদিনের মধ্যে একই সিদ্ধান্ত নেয় হংকংও। এবার তৃতীয় দেশ হিসেবে নিষেধাজ্ঞার পথে হাঁটল নেপাল।



     আন্তর্জাতিক
হানিয়াকে হত্যা করতে ইরানি এজেন্ট ভাড়া করেছিল মোসাদ
পিটিআইকে নিষিদ্ধ করা হবে : পাক তথ্যমন্ত্রী
ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩৮ হাজার
হিংসা ও ঘৃণা ছড়ায় বিজেপি`, রাহুলের মন্তব্যে উত্তাল লোকসভা
মক্কায় ১৫ লাখের বেশি বিদেশী হজযাত্রী জড়ো হয়েছেন
এবার ভারতের মসলা নিষিদ্ধ করল নেপাল
ট্রাম্পের বিশৃঙ্খলাকে প্রত্যাখ্যান রিপাবলিকানদের
ওয়াশিংটনে নিকির কাছে ধরাশায়ী ট্রাম্প
নির্বাচনের পর ফের রাজপথে নামছে ইমরান খানের দল
রাখাইনে আরাকান আর্মির হামলায় ৮০ সেনা সদস্য নিহত
পাকিস্তানে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করলেন কমিশনার
  সর্বশেষ
রাষ্ট্রপতির নিজ থেকে পদত্যাগ করা উচিত : জয়নুল আবেদীন
দুই দিনের রিমান্ডে নোয়াখালীর সাবেক এমপি একরামুল
চলতি মাসেই বৈঠক হতে পারে পাক প্রধানমন্ত্রী শাহবাজের সাথে
চাটখিলে ফুয়াদ ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
অর্থনীতিকে বিপদে ফেলতে কারখানা বন্ধের অপচেষ্টা: শিল্প উপদেষ্টা
বরগুনায় কেন্দ্রীয় সমন্বয়কদের সামনেই হাতাহাতি, সভা পণ্ড
রক্তাক্ত বায়রা অফিস, ইসির বৈঠকে হামলা
মাজার ভাংচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা- প্রধান উপদেষ্টা
xxxxxxxxxxxxxxxxx