আন্তর্জাতিক
এবার ভারতের মসলা নিষিদ্ধ করল নেপাল
  18, May, 2024, 4:45:51:PM

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের এমডিএইচ ও এভারেস্টের সব মসলা নিরাপত্তাজনিত কারণে আপাতত নিষিদ্ধ করেছে নেপাল। সিঙ্গাপুর ও হংকংয়ের পর তৃতীয় দেশ হিসেবে ভারতের মসলা নিষিদ্ধ করল দেশটি। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ওই মসলাগুলোর উপাদান পরীক্ষা করে দেখছে নেপালের ডিপার্টমেন্ট অব ফুড টেকনোলজি অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল। আপাতত নেপালে ওই ব্র্যান্ড দুটির মসলা খাওয়া, কেনা ও বিক্রি করা যাবে না।

নেপাল সরকারের ডিপার্টমেন্ট অব ফুড টেকনোলজি অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোলের মুখপাত্র মোহনকৃষ্ণ মহার্জন বলেন, ‘এমডিএইচ ও এভারেস্টের মসলার আমদানি নিষিদ্ধ করা হয়েছে। আমাদের এখানে বাজারে ওই মসলা বিক্রিও নিষিদ্ধ করেছি। ওই মসলাগুলোতে ক্ষতিকারক রাসায়নিক রয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই এ পদক্ষেপ।’

মোহনকৃষ্ণ মহার্জন আরো বলেন, ‘এই নির্দিষ্ট দুটি ব্র্যান্ডের মসলায় ক্ষতিকর রাসায়নিক আছে কিনা, ঠিক কী ধরনের রাসায়নিক রয়েছে, তা আমরা খতিয়ে দেখছি। পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। চূড়ান্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে।’

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকা, নিউজ়িল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নেও যাচাইয়ের মুখে পড়েছে ভারতীয় এই দুই ব্র্যান্ডের মসলা। সেখানে এখনো মসলাগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে এ নিয়ে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্বিগ্ন, তা জানানো হয়েছে। চলছে পরীক্ষা-নিরীক্ষা।

মসলার মধ্যে মূলত ইথিলিন অক্সাইড নামক কীটনাশকের উপস্থিতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ, এ রাসায়নিক মসলা জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা হচ্ছে। কিন্তু মানুষের শরীরের পক্ষে এই মসলা অত্যন্ত ক্ষতিকর। ফলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। গত এপ্রিলে ইথিলিন অক্সাইডের উপস্থিতির অভিযোগ তুলে ভারতের দুই ব্র্যান্ডের মসলাকে নিষিদ্ধ ঘোষণা করে সিঙ্গাপুর। তার কয়েকদিনের মধ্যে একই সিদ্ধান্ত নেয় হংকংও। এবার তৃতীয় দেশ হিসেবে নিষেধাজ্ঞার পথে হাঁটল নেপাল।



     আন্তর্জাতিক
নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত যুক্তরাজ্যের
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান
খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত: প্রধান উপদেষ্টা
নিজ্জর হত্যার বিষয়ে জানতেন মোদি ও জয়শঙ্কর: রিপোর্ট
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লার বোমা হামলা
হানিয়াকে হত্যা করতে ইরানি এজেন্ট ভাড়া করেছিল মোসাদ
পিটিআইকে নিষিদ্ধ করা হবে : পাক তথ্যমন্ত্রী
ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩৮ হাজার
হিংসা ও ঘৃণা ছড়ায় বিজেপি`, রাহুলের মন্তব্যে উত্তাল লোকসভা
মক্কায় ১৫ লাখের বেশি বিদেশী হজযাত্রী জড়ো হয়েছেন
  সর্বশেষ
ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ চলছে
নৌপরিবহন উপদেষ্টার সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের মাস্টার প্ল্যান পুনর্গঠন করা হবে: নৌপরিবহন উপদেষ্টা
নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত যুক্তরাজ্যের
গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিক্ষার্থী নিহত
সিইও অ্যাওয়ার্ড পেলেন বায়োফার্মা লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লাহ
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল: নেপাল রাষ্ট্রদূত
xxxxxxxxxxxxxxxxx