☰ |
|
আন্তর্জাতিক |
আন্তর্জাতিক ডেস্ক নেপাল সরকারের ডিপার্টমেন্ট অব ফুড টেকনোলজি অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোলের মুখপাত্র মোহনকৃষ্ণ মহার্জন বলেন, ‘এমডিএইচ ও এভারেস্টের মসলার আমদানি নিষিদ্ধ করা হয়েছে। আমাদের এখানে বাজারে ওই মসলা বিক্রিও নিষিদ্ধ করেছি। ওই মসলাগুলোতে ক্ষতিকারক রাসায়নিক রয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই এ পদক্ষেপ।’ মোহনকৃষ্ণ মহার্জন আরো বলেন, ‘এই নির্দিষ্ট দুটি ব্র্যান্ডের মসলায় ক্ষতিকর রাসায়নিক আছে কিনা, ঠিক কী ধরনের রাসায়নিক রয়েছে, তা আমরা খতিয়ে দেখছি। পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। চূড়ান্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে।’ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকা, নিউজ়িল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নেও যাচাইয়ের মুখে পড়েছে ভারতীয় এই দুই ব্র্যান্ডের মসলা। সেখানে এখনো মসলাগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে এ নিয়ে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্বিগ্ন, তা জানানো হয়েছে। চলছে পরীক্ষা-নিরীক্ষা। মসলার মধ্যে মূলত ইথিলিন অক্সাইড নামক কীটনাশকের উপস্থিতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ, এ রাসায়নিক মসলা জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা হচ্ছে। কিন্তু মানুষের শরীরের পক্ষে এই মসলা অত্যন্ত ক্ষতিকর। ফলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। গত এপ্রিলে ইথিলিন অক্সাইডের উপস্থিতির অভিযোগ তুলে ভারতের দুই ব্র্যান্ডের মসলাকে নিষিদ্ধ ঘোষণা করে সিঙ্গাপুর। তার কয়েকদিনের মধ্যে একই সিদ্ধান্ত নেয় হংকংও। এবার তৃতীয় দেশ হিসেবে নিষেধাজ্ঞার পথে হাঁটল নেপাল। |
আন্তর্জাতিক |
সর্বশেষ |
xxxxxxxxxxxxxxxxx |