☰ |
|
অর্থ-বাণিজ্য |
আন্তর্জাতিক ডেস্ক আজ শুক্রবার ফোর্বসের রিয়েল-টাইম প্রতিবেদনে জানানো হয়, অ্যামাজনের জেফ বেজোস ও লুই ভিটনের বার্নার্ড আর্নল্টকে হটিয়ে তিনি দ্বিতীয় স্থান দখল করেছেন। এর কিছু সময় পর আর্নল্টের কাছে অবস্থান হারান আদানি। ওই সময় ২৭ হাজার ৩৫০ কোটি ডলার নিয়ে তালিকায় শীর্ষ ধনী ছিলেন টেসলা বস ইলোন মাস্ক। দ্বিতীয় শীর্ষ ধনী আদানির চেয়ে তার সম্পদের পরিমাণ ১২ হাজার কোটি ডলারেরও বেশি ছিল। গত মাসের এক তালিকায় শীর্ষ ধনীর তৃতীয় স্থানে ছিলেন আদানি। তখন দ্বিতীয় স্থানে ছিলেন বেজোস।
তালিকায় অষ্টম স্থানে ছিল ভারতের আরেক ধনকুবের রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি। তার সম্পদের পরিমাণ ৯ হাজার ২০০ কোটি ডলার। ৬০ বছর বয়সী আদানির বিনিয়োগের তালিকা বহুমুখী। তার ব্যবসা প্রসারিত হয়েছে কয়লা থেকে বন্দর, ডেটা সেন্টার থেকে সিমেন্ট, মিডিয়া, বিদ্যুৎকেন্দ্র থেকে বন্দর ও বিমানবন্দর পরিচালনাসহ নানা খাতে। |
অর্থ-বাণিজ্য |
সর্বশেষ |
xxxxxxxxxxxxxxxxx |