প্রতিবেদক ডলার সংরক্ষণ করে দর বৃদ্ধি সম্পর্কিত বিষয়ে এবার ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার ব্যাংকগুলোর এমডিদের এ চিঠি দেয়া হয়েছে। এর আগে ওই ছয় ব্যাংকের ট্রেজারি-প্রধানদের অপসারণ সংক্রান্ত নির্দেশনাও দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংক ওই ছয় ব্যাংকের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, ছয় ব্যাংকে বুধবারই তারা নোটিশ পাঠিয়েছেন। এছাড়া ডলার বিক্রির অতিরিক্ত মুনাফা ব্যাংকের আয় খাতে নেয়া যাবে না বলে সব ব্যাংককে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি জানান, ডলারে অতিরিক্ত মুনাফা করার সঙ্গে কোন কোন ব্যক্তি জড়িত তা প্রাথমিকভাবে ব্যাংকই বের করবে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে আরো জানা গিয়েছে, ২০২১ সালের প্রথম ছয় মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে ডলারে অস্বাভাবিক মুনাফা করেছে এমন আরো অন্তত দশটি ব্যাংকের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ ব্যাংক।
|