☰ |
|
অর্থ-বাণিজ্য |
প্রতিবেদক জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কর আইন-১) স্বাক্ষরিত এই আদেশে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ১৮৪এ’র উপধারা (৪) এর উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, আয়কর অধ্যাদেশ প্রদত্ত ক্ষমতাবলে করারোপযোগ্য আয় না থাকা সাপেক্ষে ২০ লাখ টাকা সীমা পর্যন্ত ঋণ গ্রহণ এবং শিক্ষার্থী ক্যাটাগরিতে ২ লাখ টাকা সীমা পর্যন্ত ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে তফসিলী ব্যাংকগুলোতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেয়ার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো। এ আদেশ ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে। |
অর্থ-বাণিজ্য |
সর্বশেষ |
xxxxxxxxxxxxxxxxx |