নোয়াখালী প্রতিনিধি নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে টানা তিনবারের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এবারের দ্বাদশ জাতীয় নির্বাচনে তার আসনে নৌকা পেতে মরিয়া আওয়ামী লীগের দুই নেতা। তারা হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম ও সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন।
এদিকে সম্প্রতি সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নানা মন্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডে দলে বিভাজনের অভিযোগ উঠেছে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ফ্যামিলিকে নিয়ে কটূক্তি করার কারণে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ হারান। পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন ইউনিয়নে নৌকার প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজের ভাইসহ অনুসারীদের ভোটে জেতান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একরামুল করিম চৌধুরীর এ আসনে নৌকা চেয়ে দলের মনোনয়ন কিনেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সূবর্ণচর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও জয়বাংলা শ্লোগানের প্রবক্তা ড. বশির আহমেদসহ আরও কয়েকজন।
|