☰ |
|
অর্থ-বাণিজ্য |
প্রতিবেদক বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্সে পয়েন্ট যোগ হতে থাকে। মাঝে সূচকটি কিছুটা কমলেও বেলা ১২টা পর্যন্ত আগের দিনের চেয়ে প্রায় ১৪ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৩৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এসময় পর্যন্ত প্রায় পাঁচ পয়েন্ট বেড়ে দুই হাজার ২৯৯ ও শরিয়াহ সূচক ডিএসইএস দুই পয়েন্ট বেড়ে এক হাজার ৩৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৭০টির, কমেছে ১৩৮টির, আর অপরবর্তিত রয়েছে ৭৩টি সিকিউরিটিজের বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ৩১১ কোটি ৮১ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। |
অর্থ-বাণিজ্য |
সর্বশেষ |
xxxxxxxxxxxxxxxxx |