☰ |
|
আন্তর্জাতিক |
আন্তর্জাতিক ডেস্ক সিএনএনের প্রকাশিত এক খবরে বলা হয়, ভিডিওটিতে দু’টি শিশুকে কেবল আন্ডারওয়্যার পরে হাত উঁচু করে ইসরাইলি সেনাবাহিনীর সদস্যদের নির্দেশে স্টেডিয়ামের ভেতরে যাচ্ছে। আরেকটি ক্লিপে দেখা যায়, ওই শিশু দু’টি তাদের পোশাক খুলে আরো কয়েকজন কিশোর ও প্রাপ্তবয়স্ক লোকের সাথে লাইনে দাঁড়াচ্ছে। সিএনএন জিওলোকেশনে ছবির স্থানটি গাজা সিটির ইয়ারমুক স্টেডিয়াম হিসেবে শনাক্ত করেছে। ইউরো-মেটিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, তারা এই স্টেডিয়ামে ফিলিস্তিনিদের আটক রাখার প্রমাণ পেয়েছে। সাম্প্রতিক সপ্তাহে ইসরাইলি বাহিনী শত শত ফিলিস্তিনিকে আটক করেছে। ইসরাইলি বাহিনী জানিয়েছে, লোকজনের দেহে বিস্ফোরক না থাকাটা নিশ্চিত করতে তারা তাদের পোশাক খুলতে বলে। ভিডিওতে দেখা যায়, সবার পোশাক খোলা। অনেকের হাত পেছনে বাঁধা। অনেককে হাত পেছনে বাঁধা অবস্থায় মাটিতে বসে থঅকতে দেখা যায়। অনেকের চোখ পর্যন্ত বাঁধা। অমুনাফামূলক ইউরো-মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, ১০ বছরের বালক থেকে ৭০ বছরের বৃদ্ধকে পর্যন্ত গ্রেফতার করে আন্ডারওয়্যার ছাড়া তাদের সব পোশাক খুলতে বাধ্য করা হচ্ছে। আর তা করা হচ্ছে অবমাননাকর উপায়ে। সংস্থাটি এ ব্যাপারে তদন্ত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। |
আন্তর্জাতিক |
সর্বশেষ |
xxxxxxxxxxxxxxxxx |