আন্তর্জাতিক
বাংলাদেশের নির্বাচন নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি অভিযোগ
  25, November, 2023, 7:00:11:PM

প্রতিবেদক
যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পিটার ডি হাস সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনা করতে বিরোধী পক্ষের সঙ্গে বৈঠক করেছেন- রাশিয়ার পক্ষ থেকে আসা এমন একটি বক্তব্যের প্রতিক্রিয়া এসেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।

দেশটির পররাষ্ট্র দপ্তর বলেছে, বাংলাদেশ বিষয়ে রাশিয়া যে বক্তব্য রেখেছে, সেটি তাদের ‘ধারাবাহিক অপব্যাখ্যার’ অংশ।

সেই মুখপাত্রের বক্তব্য বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের কাছে পাঠিয়েছেন ঢাকায় দেশটির দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি।

তিনি জানান, তাদের পররাষ্ট্র দপ্তরের ওই মুখপাত্র বলেছেন, “যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও রাষ্ট্রদূতের পিটার হাসের বৈঠক নিয়ে জাখারোভার ধারাবাহিক অপব্যাখ্যার বিষয় আমরা জানি। “বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। একটি দলের ‍উপর আরেক দলকে অধিক গুরুত্বও যুক্তরাষ্ট্র দেয় না।”

গত বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেন তাদের মুখপাত্র মারিয়া জাখারোভা। পরে মাইক্রোব্লগিং সাইট এক্স-এ তার বক্তব্যের কিছু অংশ তুলে ধরা হয়।

জাখারোভা বলেন, “দেশটির আসন্ন সংসদ নির্বাচনকে ‘স্বচ্ছ ও অন্তর্ভূক্তিমূলক’ করার ছদ্মাবরণে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় প্রভাবিত করার ক্ষেত্র যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রচেষ্টার বিষয় আমরা অব্যাহতভাবে তুলে ধরে আসছি।

“আমাদের কোনো সন্দেহ নাই যে, বিদেশি ‘শুভাকাঙ্ক্ষীদের’ সহায়তা ছাড়াই জাতীয় শাসনতন্ত্রের বিধানমত ৭ জানুয়ারি ২০২৪ তারিখের সংসদ নির্বাচন স্বাধীনভাবে আয়োজনের সক্ষমতা বাংলাদেশি কর্তৃপক্ষের আছে।”

গত বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরের ব্রিফিংয়ে বলা হয়, পিটার হাস বাংলাদেশে বিরোধী দলের একজন নেতার সঙ্গে বৈঠক করে সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনা করেছেন। পরে মাইক্রোব্লগিং সাইট এক্স-এ বক্তব্যের কিছু অংশ তুলে ধরা হয়।
অক্টোবরের শেষে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সরকারবিরোধী বিক্ষোভের প্রস্তুতি নিয়ে আলোচনা করার জন্য বিরোধীদলীয় এক সদস্যের সঙ্গে বৈঠক করেছেন বলেও দাবি করা হয় এই ব্রিফিংয়ে।

হাসের এই কার্যক্রমকে ভিয়েনা কনভেনশন না মেনে সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে ‘নির্জলা হস্তক্ষেপ’ হিসাবেও তুলে ধরেন রুশ কর্মকর্তা।

তিন দিন পর আসে যুক্তরাষ্ট্রের জবাব। তাদের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এতে বলেন, “বাংলাদেশি জনগণ নিজেদের জন্য যেটা চায়, আমরাও তাই চাই- শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন।”

শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত অবাধ-নিরপেক্ষ নির্বাচনের অভিন্ন লক্ষ্যকে সহযোগিতার অংশ হিসাবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সরকার, বিরোধীদল, নাগরিক ও অন্যান্য অংশীদারদের সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকে জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।

বাংলাদেশি জনগণের মঙ্গলের জন্যই এই কাজ করা হয় বলেও দাবি করা হয় যুক্তরাষ্ট্র সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

বাংলাদেশের নির্বাচন ও রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরস্পরবিরোধী এই অবস্থান নতুন নয়। গত বছরের শেষ দিকে পিটার হাস ঢাকায় বিএনপির ‘নিখোঁজ’ নেতা সায়েদুল ইসলাম সুমনের বাসায় গিয়ে সরকারপন্থি অন্য একটি সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন।
এরপর জাখারোভা ব্রিফিং করে বলেন, “একজন মার্কিন কূটনীতিকের কার্যক্রমের প্রত্যাশিত ফলাফল এই ঘটনা।… যিনি বাংলাদেশের জনগণের অধিকারের যত্ন নেওয়ার যুক্তি দেখিয়ে দেশের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় ক্রমাগত প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”

এরপর ঢাকায় রুশ দূতাবাস এক বিবৃতিতে বলে, বাংলাদেশসহ অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে সব সময় মেনে চলায় রাশিয়া ‘দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’।

এতে আরও বলা হয়, “বাংলাদেশের মতো দেশগুলো, যারা বহিঃশক্তির নির্দেশনার পরিবর্তে জাতীয় স্বার্থকে বিবেচনায় নিজেদের পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নীতি নির্ধারণ করে থাকে, তারাও একই রকমের দৃষ্টিভঙ্গি ধারণ করে।”

বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র গত কয়েক মাসে ক্রমাগত বক্তব্য দিয়ে আসছে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বাধা দিলে তার জন্য দায়ী ও তাদের স্বজনরা ভিসা পাবে না জানিয়ে আলাদা ভিসা নীতিও ঘোষণা করা হয়েছে।

র‌্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের জন্য ওয়াশিংটনের নতুন ভিসা নীতির প্রেক্ষাপটে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের দূত মতিতঁস্কি বলেন, “কোনো দেশের এককভাবে দেওয়া স্যাংশনকে রাশিয়া স্বীকৃতি দেয় না। আমরা শুধু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দেওয়া স্যাংশনকে স্বীকৃতি দিয়ে থাকি। এককভাবে কোনো স্যাংশন দেওয়া ‘অবৈধ’।”

বাংলাদেশের নির্বাচন নিয়ে রাশিয়া, চীন ও ভারতের অবস্থান একই। তিনটি দেশই জানিয়েছে, বাংলাদেশে কীভাবে নির্বাচন হবে, সেটি দেশের জনগণের বিষয়। বাইরের কোনো দেশের হস্তক্ষেপের বিরোধী তারা।



     আন্তর্জাতিক
নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লার বোমা হামলা
হানিয়াকে হত্যা করতে ইরানি এজেন্ট ভাড়া করেছিল মোসাদ
পিটিআইকে নিষিদ্ধ করা হবে : পাক তথ্যমন্ত্রী
ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩৮ হাজার
হিংসা ও ঘৃণা ছড়ায় বিজেপি`, রাহুলের মন্তব্যে উত্তাল লোকসভা
মক্কায় ১৫ লাখের বেশি বিদেশী হজযাত্রী জড়ো হয়েছেন
এবার ভারতের মসলা নিষিদ্ধ করল নেপাল
ট্রাম্পের বিশৃঙ্খলাকে প্রত্যাখ্যান রিপাবলিকানদের
ওয়াশিংটনে নিকির কাছে ধরাশায়ী ট্রাম্প
নির্বাচনের পর ফের রাজপথে নামছে ইমরান খানের দল
রাখাইনে আরাকান আর্মির হামলায় ৮০ সেনা সদস্য নিহত
  সর্বশেষ
সোমবার ট্রাইব্যুনালে উঠছেন সাবেক মন্ত্রীসহ ১৪ আসামি
নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লার বোমা হামলা
দেশ টিভির এমডি আরিফ দুই দিনের রিমান্ডে
১০০ দিনে ৮৬২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার
দেশীয় অস্ত্র-মদসহ বাবা-ছেলে আটক
সারা দেশে তাপমাত্রা কমার আভাস
আজারবাইজান থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
রাষ্ট্রপতির নিজ থেকে পদত্যাগ করা উচিত : জয়নুল আবেদীন
xxxxxxxxxxxxxxxxx