আন্তর্জাতিক ডেস্ক ভারতের বিহার রাজ্যে বজ্রপাতে একদিনে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ নিয়ে স্থানীয় কর্মকর্তারা নরে চরে বসেছেন। সরকারি অফিসগুলোতে বজ্র প্রতিরোধক ব্যবস্থাপনা নিশ্চিতের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি রাজ্যটির মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বজ্রপাত থেকে বাঁচতে সরকারি গাইডলাইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস
খবরে জানানো হয়, বিহারে প্রতি বছরই বজ্রপাতে উচ্চ মৃত্যু হার দেখা যায়। আর তা থেকে বাচতেই সদ্য নীতীশ কুমার সমস্ত সরকারি অফিসে বজ্র প্রতিরোধক ব্যবস্থাপনা লাগানোর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সেটি বাস্তবায়ন না হওয়ায় আবারও একদিনে ২০ জনের মৃত্যুর খবর এলো। তবে এবার সেই গাইডলাইন বাস্তবায়নে কঠিন হয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী। এছাড়া ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন তিনি। তাদের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়া হবে।
পাটনা আবহাওয়া কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার ২৪ ঘণ্টায় উত্তর-মধ্য, দক্ষিণ-মধ্য এবং দক্ষিণ-পূর্ব অংশে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।
|