☰ |
|
আন্তর্জাতিক |
আন্তর্জাতিক ডেস্ক বেসরকারি ফলাফল অনুসারে, পিটিআই মধ্য পাঞ্জাবে পাঁচটি, উত্তরে পাঁচটি এবং দক্ষিণ পাঞ্জাবে বেশ কিছু আসন জয় লাভ করেছে। হেরেছে লাহোরে একটি, দক্ষিণ পাঞ্জাবের তিনটি এবং উত্তরে একটি আসনে। রবিবার প্রদেশের ১৪টি জেলায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। দলীয় নির্দেশ অমান্য করে শেহবাজ শরিফকে ভোট দেওয়ায় ২০ জন পিটিআই সংসদ সদস্য ও পাঁচজন সংরক্ষিত আসনের এমপির আসন শূন্য হয়েছিল। উপনির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে নিজের রাজনৈতিক অবস্থান পাকাপোক্ত করলেন পিটিআই প্রধান। ক্ষমতা ছাড়ার পর এই প্রথম সরাসরি ভোটের মুখোমুখি হলো পিটিআই। এই নির্বাচনে ইতোমধ্যেই নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছে মুসলিম লিগ। দলটির নেতা মালিক আহমাদ খান পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে বলেন, আমি মন থেকে গ্রহণ করে নিলাম, এই নির্বাচনে পিটিআই ঐতিহাসিক জয় পেয়েছে। এ ছাড়া জনগণের রায়কে মেনে নেবেন বলে জানিয়েছেন মরিয়ম নওয়াজ। এই নির্বাচনের মাধ্যমে পাঞ্জাবের এবং সেই সঙ্গে পুরো পাকিস্তানের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হতে পারে। রাজনৈতিকভাবে এই নির্বাচনে জয় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল পিটিআই চেয়ারম্যান ইমরান খানের জন্য। |
আন্তর্জাতিক |
সর্বশেষ |
xxxxxxxxxxxxxxxxx |