☰ |
|
সারাবাংলা |
ক্রীড়া প্রতিবেদক বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলে জয় নিশ্চিত করে। তখনো ৮ বল বাকি ছিল। লিটন দাস ৩৬ বলে ৪২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। এছাড়া সৌম্য সরকার ২২, শান্ত ১৯, তাওহিদ হৃদয় ১৯ ও শেখ মেহেদী হার না মানা ১৯ রান করেন। শেষ ১৮ বলে ৫ উইকেট হাতে নিয়ে ২৪ রানের প্রয়োজন ছিল বাংলাদেশের। তখন দুই দলেই আশা টিকে ছিল। কিন্তু ১৮তম ওভারে ১৪ রান তুলে নিয়ে কিউইদের সব আশা শেষ করে দেন লিটন। ওই ওভারে বেন সিয়ার্সকে পরপর চার ও ছক্কা মারেন তিনি। শেষ ১২ বলে ১০ রানের প্রয়োজন পড়ে বাংলাদেশের। ১৯তম ওভারে মেহেদী ৪ বলে ১২ রান তুলে দলের জয় নিশ্চিত করেন। অল রাউন্ড নৈপুন্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন শেখ মেহেদী হাসান। ষষ্ঠ উইকেট জুটিতে লিটন ও মেহেদী ২৫ বলে ৪০ রান তুলে দলের জয় নিশ্চিত করেন। সব মিলে নিউজির্যান্ডের বিপক্ষে ১৮ ম্যাচে এটা চতুর্থ জয় বাংলাদেশের। ১৪টি জিতেছে কিউইরা। নিউজিল্যান্ডে মাঠে ২০১০ সালে প্রথমবার টি২০ ম্যাচ খেলতে নেমেই ১০ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। সেই থেকে টানা ৯ ম্যাচে হারের পর অবশেষে জয়ের দেখা মিলল। ২৯ ও ৩১ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। |
সারাবাংলা |
সর্বশেষ |
xxxxxxxxxxxxxxxxx |