সারাবাংলা
বিদেশের মাটিতে প্রথম টি২০ জিতল বাংলাদেশ
  27, December, 2023, 5:10:52:PM

ক্রীড়া প্রতিবেদক
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারানো বাংলাদেশ ছন্দটা টেনে নিল টি২০ সিরিজেও। আজ বুধবার নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারানোর কৃতিত্ব দেখাল নাজমুল হোসেন শান্তর দল। জয়টি টাইগারদের জন্য ঐতিহিাসিক। এই প্রথম নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিপক্ষে টি২০ ম্যাচ জিতল তারা। টানা ৯ হারের পর অবশেষে নিউজিল্যান্ডের মাটিতে জয়ের স্বাদ পেল টাইগাররা।
শরিফুল ইসলাম (৩/২৬), শেখ মেহেদী হাসান (২/১৪) ও মুস্তাফিজুর রহমানের (২/১৫) অনবদ্য বোলিং প্রদর্শনীর সামনে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারশেষে ৯ উইকেটে ১৩৪ রান তুলতে সমর্থ হয়। মাত্র ১ রানে ৩ উইকেট হারানো কিউইদের লড়াই করার পুঁজি এনে দেন জেমস নিশাম (৪৮), মিচেল স্যান্টনার (২৩) ও অ্যাডাম মিলনে (১৬*)।

বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলে জয় নিশ্চিত করে। তখনো ৮ বল বাকি ছিল। লিটন দাস ৩৬ বলে ৪২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। এছাড়া সৌম্য সরকার ২২, শান্ত ১৯, তাওহিদ হৃদয় ১৯ ও শেখ মেহেদী হার না মানা ১৯ রান করেন।

শেষ ১৮ বলে ৫ উইকেট হাতে নিয়ে ২৪ রানের প্রয়োজন ছিল বাংলাদেশের। তখন দুই দলেই আশা টিকে ছিল। কিন্তু ১৮তম ওভারে ১৪ রান তুলে নিয়ে কিউইদের সব আশা শেষ করে দেন লিটন। ওই ওভারে বেন সিয়ার্সকে পরপর চার ও ছক্কা মারেন তিনি। শেষ ১২ বলে ১০ রানের প্রয়োজন পড়ে বাংলাদেশের। ১৯তম ওভারে মেহেদী ৪ বলে ১২ রান তুলে দলের জয় নিশ্চিত করেন। অল রাউন্ড নৈপুন্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন শেখ মেহেদী হাসান। ষষ্ঠ উইকেট জুটিতে লিটন ও মেহেদী ২৫ বলে ৪০ রান তুলে দলের জয় নিশ্চিত করেন।

সব মিলে নিউজির‍্যান্ডের বিপক্ষে ১৮ ম্যাচে এটা চতুর্থ জয় বাংলাদেশের। ১৪টি জিতেছে কিউইরা। নিউজিল্যান্ডে মাঠে ২০১০ সালে প্রথমবার টি২০ ম্যাচ খেলতে নেমেই ১০ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। সেই থেকে টানা ৯ ম্যাচে হারের পর অবশেষে জয়ের দেখা মিলল।

২৯ ও ৩১ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।



     সারাবাংলা
দেশীয় অস্ত্র-মদসহ বাবা-ছেলে আটক
দুই দিনের রিমান্ডে নোয়াখালীর সাবেক এমপি একরামুল
চাটখিলে ফুয়াদ ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
বরগুনায় কেন্দ্রীয় সমন্বয়কদের সামনেই হাতাহাতি, সভা পণ্ড
রক্তাক্ত বায়রা অফিস, ইসির বৈঠকে হামলা
আবু সাঈদ হত্যায় এবার রংপুরে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
আগামীকাল খুলছে না প্রাথমিক বিদ্যালয়
রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ
২১ থেকে ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত
রংপুরে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী নিহত
  সর্বশেষ
সোমবার ট্রাইব্যুনালে উঠছেন সাবেক মন্ত্রীসহ ১৪ আসামি
নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লার বোমা হামলা
দেশ টিভির এমডি আরিফ দুই দিনের রিমান্ডে
১০০ দিনে ৮৬২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার
দেশীয় অস্ত্র-মদসহ বাবা-ছেলে আটক
সারা দেশে তাপমাত্রা কমার আভাস
আজারবাইজান থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
রাষ্ট্রপতির নিজ থেকে পদত্যাগ করা উচিত : জয়নুল আবেদীন
xxxxxxxxxxxxxxxxx