সারাবাংলা
এমপি নির্বাচনে অংশ নিতে সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যানের গদত্যাগ
  1, December, 2023, 11:54:19:AM

জেলা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে অংশ নিতে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন পদত্যাগ করেছেন। তিনি নোয়াখালী- ২ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চান।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে পদত্যাগ করার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-০১ শাখা। এতে সই করেন উপসচিব ড. মাসুরা বেগম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আর আমিন স্বেচ্ছায় তার নিজ পদ থেকে উপজেলা পরিষদ আইন-১৯৯৮ (উপজেলা পরিষদ সংশোধন আইন-২০১১ এর ১২(১) ধারা অনুযায়ী) পদত্যাগ করেছেন। বর্ণিত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদত্যাগ করায় একই আইনের ১২(২) ধারা অনুযায়ী পদত্যাগপত্র গ্রহণ করা হলো এবং পদটি শূন্য করা হলো।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে খন্দকার রুহুল আমিন সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেনের কাছে মনোনয়ন ফরম দাখিল করেন।

এ বিষয়ে খন্দকার রুহুল আমিন বলেন, সোনাইমুড়ীর জনগণের ভালোবাসায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। চাটখিল-সোনাইমুড়ীর জনগণের দাবির মুখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি। আশা করছি এবার বঞ্চিত মানুষের আশার প্রতিফলন ঘটবে। জনগণের ভোটে বিজয়ী হয়ে শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখব।

প্রসঙ্গত, নোয়াখালী-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়ায় বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। তিনি দুই বারের সংসদ সদস্য। নির্বাচনে অংশ নিতে ইব্রাহিম এমপিসহ নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) এ আসনে মোট প্রার্থী ১১ জন। খন্দকার রুহুল আমিনসহ এ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ২ জন। এছাড়া জাসদ, গণফ্রন্ট, তরিকত ফেডারেশন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, জাকের পার্টি, বাংলাদেশ কংগ্রেস এছাড়া স্বতন্ত্র একজনসহ ১১ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।



     সারাবাংলা
দেশীয় অস্ত্র-মদসহ বাবা-ছেলে আটক
দুই দিনের রিমান্ডে নোয়াখালীর সাবেক এমপি একরামুল
চাটখিলে ফুয়াদ ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
বরগুনায় কেন্দ্রীয় সমন্বয়কদের সামনেই হাতাহাতি, সভা পণ্ড
রক্তাক্ত বায়রা অফিস, ইসির বৈঠকে হামলা
আবু সাঈদ হত্যায় এবার রংপুরে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
আগামীকাল খুলছে না প্রাথমিক বিদ্যালয়
রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ
২১ থেকে ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত
রংপুরে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী নিহত
  সর্বশেষ
সোমবার ট্রাইব্যুনালে উঠছেন সাবেক মন্ত্রীসহ ১৪ আসামি
নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লার বোমা হামলা
দেশ টিভির এমডি আরিফ দুই দিনের রিমান্ডে
১০০ দিনে ৮৬২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার
দেশীয় অস্ত্র-মদসহ বাবা-ছেলে আটক
সারা দেশে তাপমাত্রা কমার আভাস
আজারবাইজান থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
রাষ্ট্রপতির নিজ থেকে পদত্যাগ করা উচিত : জয়নুল আবেদীন
xxxxxxxxxxxxxxxxx