নোয়াখালী প্রতিনিধি ঢাকা-নোয়াখালী রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু করতে যাচ্ছে রেলওয়ে। নতুন এ ট্রেনের নাম ‘সুবর্ণচর এক্সপ্রেস’ নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপসচিব তৌফিক ইমাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
২৯ অক্টোম্বর চট্টগ্রাম রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবু বরক সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা-নোয়াখালী-ঢাকা রুটে চায়না কোচ দিয়ে এক জোড়া নতুন আন্তঃনগর ট্রেন পরিচালনা করা যেতে পারে।
প্রস্তাবনায় বলা হয়েছে, নতুন এ ট্রেনের নম্বর ৮১৭/৮১৮। ১৪ কোচের নতুন এ ট্রেনে আসন থাকবে ৬৭৯টি। সাপ্তাহিক বন্ধ শুক্রবার। প্রস্তাবিত ট্রেনের সময় সূচিতে বলা হয়েছে, ৮১৭নং ট্রেনটি নোয়াখালী ছাড়বে বেলা আড়াটায় আর ঢাকা পৌঁছাবে ৮টা ১০ মিনিটে। আর ৮১৮নং ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল ৮টায় আর নোয়াখলী পৌঁছাবে দুপুর দেড়টায়। পথে ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাথের পেটুয়া, সোনাইমুড়ি, বজরা, চৌমুহনী, মাইজদিকোটে যাত্রাবিরতি করবে।
|