সারাবাংলা
কোম্পানীগঞ্জে পোলট্রি ফিড কারখানায় হামলা ও ভাঙচুর
  23, November, 2023, 7:41:23:PM

নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পোলট্রি ফিড কোম্পানির কারখানার কার্যালয়ের একটি কক্ষে হামলা, ভাঙচুর ও বিস্ফোরণ ঘটিয়েছে ‘হেলমেট’ বাহিনী। গতকাল রোববার রাত পৌনে ১০টা থেকে ১১টার মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার গোয়ালের পোল এলাকায় এ কে পোলট্রি ফিড কারখানায় এই ঘটনা ঘটে।

কারখানার পরিচালক, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত পৌনে ১০টার দিকে ৩০ থেকে ৪০টি মোটরসাইকেলে করে কোম্পানীগঞ্জের আলোচিত ‘হেলমেট’ বাহিনীর সদস্যরা বসুরহাট-কবিরহাট-সোনাপুর সড়কের পাশের এ কে পোলট্রি ফিড কারখানার সামনে আসেন। তখন কারখানার ফটকে থাকা নিরাপত্তারক্ষী ভয়ে ভেতরের দিকে চলে যান। এরপর হেলমেট বাহিনীর সদস্যরা কারখানার কার্যালয়ের একটি কক্ষে ঢুকে কোনো কথাবার্তা ছাড়াই হামলা ও ভাঙচুর শুরু করেন। একই সময় তাঁরা বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটান। ভয় ও আতঙ্কে কারখানার পরিচালক ও কর্মচারীরা নিরাপদ স্থানে চলে যান। ভেতরে হামলা ও ভাঙচুর শেষে প্রায় ৪০ মিনিট তাঁরা কারখানার সামনে ও আশপাশে মহড়া দেন। এ সময় কারখানার লোকজন জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে রাতে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে আজ সোমবার সকাল পর্যন্ত পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক কিংবা শনাক্ত করতে পারেনি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, একটি কারখানায় হামলা ও ভাঙচুরের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। পুলিশ গিয়ে হামলা-ভাঙচুরের সত্যতা পেয়েছে। তবে কে বা কারা হামলা করেছে তা কারখানার মালিকপক্ষ বলতে পারেনি। এরপরও ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



     সারাবাংলা
দেশীয় অস্ত্র-মদসহ বাবা-ছেলে আটক
দুই দিনের রিমান্ডে নোয়াখালীর সাবেক এমপি একরামুল
চাটখিলে ফুয়াদ ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
বরগুনায় কেন্দ্রীয় সমন্বয়কদের সামনেই হাতাহাতি, সভা পণ্ড
রক্তাক্ত বায়রা অফিস, ইসির বৈঠকে হামলা
আবু সাঈদ হত্যায় এবার রংপুরে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
আগামীকাল খুলছে না প্রাথমিক বিদ্যালয়
রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ
২১ থেকে ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত
রংপুরে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী নিহত
  সর্বশেষ
সোমবার ট্রাইব্যুনালে উঠছেন সাবেক মন্ত্রীসহ ১৪ আসামি
নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লার বোমা হামলা
দেশ টিভির এমডি আরিফ দুই দিনের রিমান্ডে
১০০ দিনে ৮৬২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার
দেশীয় অস্ত্র-মদসহ বাবা-ছেলে আটক
সারা দেশে তাপমাত্রা কমার আভাস
আজারবাইজান থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
রাষ্ট্রপতির নিজ থেকে পদত্যাগ করা উচিত : জয়নুল আবেদীন
xxxxxxxxxxxxxxxxx