☰ |
|
সারাবাংলা |
প্রতিবেদক গ্রেপ্তার দুজন হলেন ডিসিএস অরগানাইজেশন লিমিটেডের চেয়ারম্যান আশরাফুজ্জামান এবং এমডি ফরহাদুল আমিন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান বৃহস্পতিবার সকালে জানান, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
বসুন্ধরার আই ব্লকে নতুন বাসার পোকামাকড় তাড়ানোর জন্য বারিধারার ‘ডিসিএস অরগানাইজেশন লিমিটেড’ নামের ওই পেস্ট কন্ট্রোল কোম্পানিটিকে দায়িত্ব দিয়েছিলেন ব্যবসায়ী মোবারক হোসেন। ওই কোম্পানির কর্মীরা ২ জুন বাসায় ওষুধ দিয়ে যায়। দুদিন পর ওই পরিবার বাসায় ওঠার পর সবাই অসুস্থ হয়ে পড়েন।
এ ঘটনায় ভাটারা থানায় মামলা করেন দুই শিশুর বাবা মোবারক হোসেন। সেই মামলায় ৫ জুন রাতে ডিসিএসকর্মী টিটু মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তিনিই ওই বাসায় ওষুধ দিয়ে এসেছিলেন। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠায়। |
সারাবাংলা |
সর্বশেষ |
xxxxxxxxxxxxxxxxx |