স্বাস্থ্য
করোনার টিকা দেওয়া হয়েছে ২ কোটি ৮৯ হাজার ডোজ : স্বাস্থ্য অধিদপ্তর
  12, August, 2021, 4:16:55:PM

প্রতিবেদক
দেশে এখন পর্যন্ত ২ কোটি ৮৯ হাজার ১০৭ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মোট ২ কোটি ৯৫ লাখ ৬২ হাজার ৫৫১ জন টিকার জন্য নিবন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সব ধরনের টিকা মিলিয়ে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৫০ লাখ ২৩ হাজার ১৬২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫০ লাখ ৬৫ হাজার ৯৪৫ জন। প্রথম ডোজ টিকা দিয়েছেন পুরুষ ৮৭ লাখ ৮৪ হাজার ৪৩০ আর নারী ৬২ লাখ ৩৮ হাজার ৭৩২ জন। দ্বিতীয় ডোজ টিকা দিয়েছেন পুরুষ ৩১ লাখ ৯২ হাজার ৮৯৫ আর নারী ১৮ লাখ ৭৩ হাজার ৫০ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দেওয়া হয়েছে ১ কোটি ৫ লাখ ৯০ হাজার ৯১৮ ডোজ। অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৬ লাখ ২৮ হাজার ৮৪১ এবং নারী ৩৯ লাখ ৬২ হাজার ৭৭ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে ৪৭ লাখ ৭০ হাজার ৭৪৮ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ১৭০ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩০ লাখ ১৯ হাজার ৬৮৮ এবং নারী ১৭ লাখ ৫১ হাজার ৬০ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৯ হাজার ১৫৩ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১১ হাজার ১৭ জন।

চীনের তৈরি সিনোফার্মের দ্বিতীয় ধাপে গণটিকা কর্মসূচিতে ১১ আগস্ট পর্যন্ত ৭১ লাখ ৯৪ হাজার ৮৭২ ডোজ টিকাপ্রাপ্তদের মধ্যে পুরুষ ৩৯ লাখ ৮২ হাজার ৪৬৬ এবং নারী ৩২ লাখ ১২ হাজার ৪০৬ জন। এ টিকা গ্রহণকারীদের মধ্যে ৬৯ লাখ ৪০ হাজার ৯৪৮ জন প্রথম ডোজ এবং ২ লাখ ৫৩ হাজার ৯২৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩৮ লাখ ৪১ হাজার ৬০৬ এবং নারী ৩০ লাখ ৯৯ হাজার ৩৪২ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১ লাখ ৪০ হাজার ৮৬০ জন পুরুষ এবং নারী ১ লাখ ১৩ হাজার ৬৪ জন।

ঢাকার সাতটি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার বায়োঅ্যানটেকের টিকা প্রয়োগ হয়েছে ৮২ হাজার ৭৩৪ ডোজ। টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৭০ হাজার ৬৫১ এবং নারী ১২ হাজার ৮৩ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ৩২ হাজার ৪৭৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী ৭ হাজার সাত জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২৭ হাজার ৪০৩ জন পুরুষ এবং নারী ৫ হাজার ৭৬ জন।

অন্যদিকে, ১৩ জুলাই থেকে দেশের সিটি করপোরেশনগুলোতে মডার্নার টিকা দেওয়া শুরু হয়। ১১ আগস্ট পর্যন্ত এ টিকা প্রয়োগ হয়েছে ২২ লাখ ২০ হাজার ৫৮৩ ডোজ। এ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১২ লাখ ৯৫ হাজার ৩৬৭ এবং নারী ৯ লাখ ২৫ হাজার ২১৬ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে ২২ লাখ ১১ হাজার ৭৮৯ জন প্রথম ডোজ এবং ৮ হাজার ৭৯৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১২ লাখ ৯০ হাজার ৪২৩ এবং নারী ৯ লাখ ২১ হাজার ৩৬৬ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৪ হাজার ৯৪৪ জন পুরুষ এবং নারী ৩ হাজার ৮৫০ জন।

এদিকে, বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান টিকা কর্মসূচিতে মডার্নার প্রথম ডোজের টিকা প্রয়োগ বন্ধ হচ্ছে ১২ আগস্ট থেকে। পরদিন ১৩ আগস্ট থেকে মডার্নার দ্বিতীয় ডোজ আবার দেওয়া শুরু হবে।



     স্বাস্থ্য
দোয়া চাইলেন প্রভা
প্লিজ আমার অপরাধ ক্ষমা করে দিন
৩ কোটি ৭১ লাখ টাকার অনুদান প্রধানমন্ত্রীর
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসা
করোনার টিকা দেওয়া হয়েছে ২ কোটি ৮৯ হাজার ডোজ : স্বাস্থ্য অধিদপ্তর
১৮ বছরের ঊর্ধ্বে সবাই টিকা নিতে পারবেন
নতুন গানে নগ্ন লোপেজ
মধু দিয়ে ত্বক উজ্জ্বল করবেন যেভাবে!
করোনা প্রতিরোধে খাবারে ভিটামিন ডি যোগ করার পরামর্শ
নভেম্বরে শুরু হবে ক্লিনিক্যাল পরীক্ষা
নাকের স্প্রে ভ্যাকসিন আনছে চীন
চীনের ভ্যাকসিনের ট্রায়াল হবে ৬ হাসপাতালে
  সর্বশেষ
নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত যুক্তরাজ্যের
গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিক্ষার্থী নিহত
সিইও অ্যাওয়ার্ড পেলেন বায়োফার্মা লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লাহ
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল: নেপাল রাষ্ট্রদূত
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান
খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত: প্রধান উপদেষ্টা
নিজ্জর হত্যার বিষয়ে জানতেন মোদি ও জয়শঙ্কর: রিপোর্ট
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
xxxxxxxxxxxxxxxxx