প্রতিবেদক দেশ থেকে পালিয়ে যাওয়া ঠেকাতে বিভিন্ন শ্রেণি-পেশার ছয় শতাধিক প্রভাবশালী ব্যক্তির পাসপোর্ট ইমিগ্রেশন ফরট্র্যাক সফটওয়্যারে ব্লক করেছে ইমিগ্রেশন পুলিশ। এসব ব্যক্তি দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরসহ ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে দেশত্যাগ করতে পারবেন না। এ তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী-এমপি ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও দুর্নীতিগ্রস্ত দুই শতাধিক মেয়র, কাউন্সিলর ও ব্যবসায়ীর নামও রয়েছে। তাদের তথ্য ও ছবি তিন আন্তর্জাতিক বিমানবন্দর ও সব ইমিগ্রেশন চেক পয়েন্টে দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর মদদদাতা, হুমুকদাতা ও মাঠে দায়িত্ব পালন করা সাবেক দুই আইজিপিসহ অর্ধশতাধিক আমলা ও পুলিশ কর্মকর্তার পাসপোর্টও ইমিগ্রেশন পুলিশের ফরট্র্যাক সফটওয়্যারে ব্লক করা হয়েছে। এমনকি বিদেশ গমনে নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন সেলিব্রেটি অভিনেতা-অভিনেত্রীসহ গণমাধ্যম ব্যক্তিত্বও। বিমানবন্দর, ইমিগ্রেশন অফিসসহ সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, যাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে তাদের বেশিরভাগই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী ছিলেন। কেউ কেউ ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থানও নিয়েছিলেন।
সংশ্লিষ্টরা বলেছেন, সাড়ে তিন শতাধিক এমপি-মন্ত্রীর মধ্যে সরকারের পতন আঁচ করতে পেরে ৪৬ জন আগেভাগেই দেশ ছেড়ে পালিয়ে যান। বাকিদের পালিয়ে যাওয়া রোধে পাসপোর্ট ব্লক করে অন্তর্বর্তীকালীন সরকার। এ ছাড়া তারা যেন সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশ ছাড়তে না পারে, এ জন্য সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে সব সীমান্তে সতর্কাবস্থায় রাখা হয়েছে।
|