রাজনীতি
কোটা বিরোধী ছাত্ররাই মুক্তিসেনা: জি এম কাদের
  16, July, 2024, 5:22:6:PM

প্রতিবেদক
শিক্ষার্থীদের অহিংস কোটাবিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধান বিরোধী দলীয় নেতা জি এম কাদের বলেছেন, ‘আন্দোলনরত ছাত্ররাই বীর মুক্তিসেনা।’

তিনি এই যৌক্তিক আন্দোলনে সশস্ত্র বাধাদানের ঘটনার নিন্দা জানান। আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, ‘বাঙ্গালী জাতির ইতিহাসে সুদীর্ঘকাল থেকে বৈষম্যের মাধ্যমে সৃষ্ট বঞ্চনা, নিপীড়ন, নির্যাতন ও দারিদ্রের অভিশাপ প্রচলিত ছিল। বৈষম্যের এই অভিশাপ থেকে মুক্তি লাভের জন্য তারা বারবার সংগ্রাম করেছে, অনেকে আত্মদান করেছে এবং বারংবার বিজয়ী হয়েছেন। কিন্তু তাদের সেই বিজয় প্রতিনিয়ত ছিনিয়ে নেওয়া হয়েছে।’

তিনি কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণদের অভিনন্দন জানান।

তিনি আরও বলেন, ‘বৃটিশ আমলে উপনিবেশিক শাসকরা দেশে সুবিধাভোগী জমিদার শ্রেণী এবং সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ সৃষ্টির মাধ্যমে একটি ক্ষুদ্র গোষ্ঠী দ্বারা বাঙালী জাতিকে শাসন ও লুন্ঠন করেছে। পরবর্তীতে বাঙালী জাতি পাকিস্তান সৃষ্টির মাধ্যমে এই বৈমষ্য থেকে মুক্ত হতে চেয়েছিল। কিন্তু পাকিস্তানীরাও সে বিজয়কে ছিনিয়ে নেয়।’

জি এম কাদের বলেন, ‘বাঙালী জাতি আবারও পাকিস্তানী শাসকদের দ্বারা সৃষ্ট বৈষম্য ও তার মাধ্যমে, শোষন, বঞ্চনা, অন্যায়, অবিচার এবং দারিদ্রের শিকার হতে থাকেন। ফলশ্রুতিতে স্বাধিকার আন্দোলন এবং পরবর্তীতে স্বাধীনতাযুদ্ধের মাধ্যমে এই বৈষম্য থেকে মুক্ত হয়েছিল বাঙালী জাতি। কিন্তু সেই মুক্তিযুদ্ধের অর্জন এখন আবার তারা হারাতে বসেছেন।’

বর্তমান সরকারের আমলে বিভিন্ন প্রক্রিয়ায় দেশে আবারও বিভাজন সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।



     রাজনীতি
সোমবার ট্রাইব্যুনালে উঠছেন সাবেক মন্ত্রীসহ ১৪ আসামি
দেশ টিভির এমডি আরিফ দুই দিনের রিমান্ডে
১০০ দিনে ৮৬২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার
রাষ্ট্রপতির নিজ থেকে পদত্যাগ করা উচিত : জয়নুল আবেদীন
আগামী দিনে দুইটা নির্বাচন লাগবে: ফরহাদ মজহার
ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ থেকে ৫ দাবি
সাবেক মন্ত্রী শাজাহান খান রিমান্ডে
দেশত্যাগ ঠেকাতে ৬ শতাধিক প্রভাবশালীর পাসপোর্ট ব্লকড
তিন নেতাকে সমন্বয়কদের সঙ্গে বসতে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী
দ্রুত কারফিউ তুলে নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  সর্বশেষ
সোমবার ট্রাইব্যুনালে উঠছেন সাবেক মন্ত্রীসহ ১৪ আসামি
নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লার বোমা হামলা
দেশ টিভির এমডি আরিফ দুই দিনের রিমান্ডে
১০০ দিনে ৮৬২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার
দেশীয় অস্ত্র-মদসহ বাবা-ছেলে আটক
সারা দেশে তাপমাত্রা কমার আভাস
আজারবাইজান থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
রাষ্ট্রপতির নিজ থেকে পদত্যাগ করা উচিত : জয়নুল আবেদীন
xxxxxxxxxxxxxxxxx