☰ |
|
রাজনীতি |
প্রতিবেদক তিনি এই যৌক্তিক আন্দোলনে সশস্ত্র বাধাদানের ঘটনার নিন্দা জানান। আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, ‘বাঙ্গালী জাতির ইতিহাসে সুদীর্ঘকাল থেকে বৈষম্যের মাধ্যমে সৃষ্ট বঞ্চনা, নিপীড়ন, নির্যাতন ও দারিদ্রের অভিশাপ প্রচলিত ছিল। বৈষম্যের এই অভিশাপ থেকে মুক্তি লাভের জন্য তারা বারবার সংগ্রাম করেছে, অনেকে আত্মদান করেছে এবং বারংবার বিজয়ী হয়েছেন। কিন্তু তাদের সেই বিজয় প্রতিনিয়ত ছিনিয়ে নেওয়া হয়েছে।’ তিনি কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণদের অভিনন্দন জানান। তিনি আরও বলেন, ‘বৃটিশ আমলে উপনিবেশিক শাসকরা দেশে সুবিধাভোগী জমিদার শ্রেণী এবং সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ সৃষ্টির মাধ্যমে একটি ক্ষুদ্র গোষ্ঠী দ্বারা বাঙালী জাতিকে শাসন ও লুন্ঠন করেছে। পরবর্তীতে বাঙালী জাতি পাকিস্তান সৃষ্টির মাধ্যমে এই বৈমষ্য থেকে মুক্ত হতে চেয়েছিল। কিন্তু পাকিস্তানীরাও সে বিজয়কে ছিনিয়ে নেয়।’ জি এম কাদের বলেন, ‘বাঙালী জাতি আবারও পাকিস্তানী শাসকদের দ্বারা সৃষ্ট বৈষম্য ও তার মাধ্যমে, শোষন, বঞ্চনা, অন্যায়, অবিচার এবং দারিদ্রের শিকার হতে থাকেন। ফলশ্রুতিতে স্বাধিকার আন্দোলন এবং পরবর্তীতে স্বাধীনতাযুদ্ধের মাধ্যমে এই বৈষম্য থেকে মুক্ত হয়েছিল বাঙালী জাতি। কিন্তু সেই মুক্তিযুদ্ধের অর্জন এখন আবার তারা হারাতে বসেছেন।’ বর্তমান সরকারের আমলে বিভিন্ন প্রক্রিয়ায় দেশে আবারও বিভাজন সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। |
রাজনীতি |
সর্বশেষ |
xxxxxxxxxxxxxxxxx |