সারাবাংলা
দীর্ঘদিনের বিরতি ভাঙছেন শাওন
  4, July, 2024, 6:08:51:PM

অনলাইন ডেস্ক
লেখক-নির্মাতা হ‌ুমায়ূন আহমেদের মৃত্যুর পর অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আর অভিনয়ে দেখা যায়নি। অবশ্য গানের জন্য মাঝেমধ্যে খবরের শিরোনাম হয়েছেন তিনি। এবার দীর্ঘদিনের সেই বিরতি ভাঙছেন শাওন।
সংবাদমাধ্যম অনুযায়ী, নির্মাতা ফাখরুল আরেফীন খানের নতুন সিনেমা ‘নীল জোছনা’য় অভিনয় করবেন মেহের আফরোজ শাওন।

বিষয়টি নিশ্চিত করে অভিনেত্রী জানান, সরকারি অনুদানে নির্মিতব্য এ সিনেমার কাহিনি প্যারাসাইকোলজি বিষয়ক। লেখক মোশতাক আহমেদের উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে এটি নির্মাণ হচ্ছে।

দীর্ঘদিন পর অভিনয়ে ফেরা ও সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে শাওন বলেন, ‘অনেকটা দিন আমি নিজেই অভিনয় করতে চাইনি। এই সময়ে সিনেমার প্রস্তাব এলেও রাজি হয়নি। কিন্তু মাস দুই হলো রাজি হয়েছি।

আর নীল জোছনায় অভিনয়ের প্রধান কারণ এর চিত্রনাট্য। চরিত্রটিও আমার ভালো লেগেছে। এছাড়া যে থিমে এটি নির্মিত হবে, সেটিও বেশ ভালো লেগেছে।’

জানা যায়, ইতিমধ্যে নীল জোছনা’র শুটিং শুরু হয়েছে। তবে তাতে এখনও অংশ নেননি শাওন। শুক্রবার (৫ জুলাই) থেকে শুটিংয়ে যোগ দিবেন তিনি।

নীল জোছনা’য় শাওন ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, পার্থ বড়ুয়া, এফএস নাঈম প্রমুখ। আরও রয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী পাওলি দাম।

অভিনয় জগতে শাওনের শুরুটা শিশুশিল্পী হিসেবে। নির্মাতা ইবনে মিজানের ‘আলাল দুলাল’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। আর নায়িকা হিসেবে শাওনের প্রথম সিনেমা হ‌ুমায়ূন আহমেদ পরিচালিক ‘শ্রাবণ মেঘের দিন’।

এ ছাড়াও তিনি অভিনয় করেছেন ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’ ও ‘আমার আছে জল’ সিনেমায়। নির্মাতা হিসেবেও শাওনের পরিচিতি রয়েছে। ২০১৬ সালে মুক্তি পেয়েছে তার পরিচালনায় একমাত্র সিনেমা ‘কৃষ্ণপক্ষ’।



     সারাবাংলা
দুই দিনের রিমান্ডে নোয়াখালীর সাবেক এমপি একরামুল
চাটখিলে ফুয়াদ ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
বরগুনায় কেন্দ্রীয় সমন্বয়কদের সামনেই হাতাহাতি, সভা পণ্ড
রক্তাক্ত বায়রা অফিস, ইসির বৈঠকে হামলা
আবু সাঈদ হত্যায় এবার রংপুরে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
আগামীকাল খুলছে না প্রাথমিক বিদ্যালয়
রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ
২১ থেকে ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত
রংপুরে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী নিহত
স্বর্ণের দাম ভরিতে বাড়ল ১৬১০ টাকা
  সর্বশেষ
রাষ্ট্রপতির নিজ থেকে পদত্যাগ করা উচিত : জয়নুল আবেদীন
দুই দিনের রিমান্ডে নোয়াখালীর সাবেক এমপি একরামুল
চলতি মাসেই বৈঠক হতে পারে পাক প্রধানমন্ত্রী শাহবাজের সাথে
চাটখিলে ফুয়াদ ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
অর্থনীতিকে বিপদে ফেলতে কারখানা বন্ধের অপচেষ্টা: শিল্প উপদেষ্টা
বরগুনায় কেন্দ্রীয় সমন্বয়কদের সামনেই হাতাহাতি, সভা পণ্ড
রক্তাক্ত বায়রা অফিস, ইসির বৈঠকে হামলা
মাজার ভাংচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা- প্রধান উপদেষ্টা
xxxxxxxxxxxxxxxxx