প্রতিবেদক
দুর্নীতি রোধে আইন অনুযায়ী সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (১ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
রিটে মন্ত্রীপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ১০ জনকে বিবাদী করা হয়।
আইনজীবী সুবীর নন্দী দাস সাংবাদিকদের বলেন, সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রদান ও প্রকাশের জন্য রিটটি দায়ের করে নির্দেশনা চেয়েছি। এর কারণ হলো সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে সরকারের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিপুল পরিমাণ সম্পদ থাকার তথ্য প্রকাশ পেয়েছে। সরকারি কর্মকর্তারা কিভাবে এতো বিপুল পরিমাণ সম্পদ অর্জন করে সে বিষয়টি জানতে চেয়েছি।
তিনি বলেন, সরকারের একটি কন্ডাক্ট রুল আছে। এ নীতি অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা সরকারের অনুমতি ছাড়া বিনিয়োগ, ধার কিংবা বিল্ডিং পর্যন্ত নির্মাণ করতে পারেন না। এছাড়াও চাকরিতে নিয়োগের শুরুতে তাদেরকে সম্পদের বিবরণী দেয়ার পাশাপাশি প্রতিবছরই সম্পদের হিসেব জমা দিতে হয়। তাহলে কিভাবে তারা এতো কিছু করলেন।
|