আন্তর্জাতিক
হানিয়াকে হত্যা করতে ইরানি এজেন্ট ভাড়া করেছিল মোসাদ
  3, August, 2024, 4:30:51:PM

অনলাইন ডেস্ক
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করতে ইরানি এজেন্ট ভাড়া করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। তারাই হানিয়া যে বাসভবনে ছিলেন সেখানকার তিনটি কামরায় বোমা পেতে রেখেছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে, ইসমাইল হানিয়াকে আরও মাস কয়েক আগে হত্যার পরিকল্পনা ছিল। চলতি বছরের মে মাসে যখন হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা যান, তখন হানিয়া তাঁর জানাজায় যোগ দিতে তেহরানে গিয়েছিলেন, সে সময়ই তাঁকে হত্যার পরিকল্পনা ছিল।

ইরানের দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টেলিগ্রাফকে এ বিষয়ে বলেছেন, ইব্রাহিম রাইসির জানাজার সময় ব্যাপক ভিড় থাকায় এবং সে সময় হানিয়া যেখানে অবস্থান করছিলেন সেখানে ব্যাপক লোকসমাগম থাকায় তাঁকে হত্যা করা সম্ভব হয়নি। তার বদলে এরপর যখন হানিয়া তেহরান সফরে যাবেন, সে সময় তিনি কোথায় অবস্থান করতে পারেন, সেই অনুমানের ওপর নির্ভর করে তিনটি কামরায় মোসাদের এজেন্টরা বোমা পেতে রেখেছিল।

ইসমাইল হানিয়ে যে ভবনে ছিলেন, সেখানকার সিসিটিভি ফুটেজ দেখতে পাওয়া একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বোমা রাখার জন্য মোসাদের এজেন্টরা মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বেশ কয়েকটি কামরায় প্রবেশ করেন। এ সময় তাঁরা তাদের পরিচয় লুকিয়ে রাখার চেষ্টা করেছেন।

দুই মাস আগে পেতে রাখা বোমার বিস্ফোরণে নিহত হন হানিয়াদুই মাস আগে পেতে রাখা বোমার বিস্ফোরণে নিহত হন হানিয়া
ওই কর্মকর্তারা আরও জানিয়েছেন, এর পরপরই মোসাদ এজেন্টরা ইরান ছেড়ে চলে যান। তবে তার পরও তাঁদের বেশ কয়েকজন ইরানে রয়ে গিয়েছিলেন এবং তাঁদেরই কেউ কেউ হয়তো হানিয়ার বাসভবনে রাখা বোমা বাইরে থেকে বিস্ফোরণ ঘটান। এই বিস্ফোরণে হানিয়া ও তাঁর এক দেহরক্ষী মারা যান। হানিয়া ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন।

হানিয়ার নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে নিয়োজিত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘আমরা এখন নিশ্চিত, মোসাদ আনসার আল-মাহদি ইউনিট সুরক্ষা ইউনিট থেকেই তাদের এজেন্ট ভাড়া করেছিল।’ এই ইউনিটিই হানিয়ার দায়িত্বে নিয়োজিত ছিল।

ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘আমরা অধিকতর তদন্তে জানতে পেরেছি যে, হানিয়ার কামরা ছাড়াও তাঁরা আরও দুটি কামরায় বোমা পেতেছিলেন।’ আইআরজিসির অপর এক কর্মকর্তা বলেছেন, ‘উচ্চ নিরাপত্তাব্যূহ ভেদ করা ইরানের জন্য অনেক বেশি অপমানের।’ তিনি বলেন, ‘এটি এখনো সবার প্রশ্ন যে, কীভাবে এ ঘটনা ঘটতে পারল। আমি এখনো বিষয়টি বুঝতে পারছি না।’ তিনি বলেন, ‘উচ্চপর্যায়ে হয়তো এমন একটা কিছু হয়েছে, যা আমরা জানি না।’

নাম প্রকাশে অনিচ্ছুক আইআরজিসির প্রথম সূত্রটি বলেছেন, এ ঘটনাকে কেন্দ্র করে আইআরজিসিতে দোষারোপের খেলা চলছে। আইআরজিসি কমান্ডার ইসমাইল কানি তাঁর বাহিনী থেকে লোকজনকে বহিষ্কার করছেন, গ্রেপ্তার করছেন এবং এমনকি কয়েকজনকে মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে।



     আন্তর্জাতিক
হানিয়াকে হত্যা করতে ইরানি এজেন্ট ভাড়া করেছিল মোসাদ
পিটিআইকে নিষিদ্ধ করা হবে : পাক তথ্যমন্ত্রী
ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩৮ হাজার
হিংসা ও ঘৃণা ছড়ায় বিজেপি`, রাহুলের মন্তব্যে উত্তাল লোকসভা
মক্কায় ১৫ লাখের বেশি বিদেশী হজযাত্রী জড়ো হয়েছেন
এবার ভারতের মসলা নিষিদ্ধ করল নেপাল
ট্রাম্পের বিশৃঙ্খলাকে প্রত্যাখ্যান রিপাবলিকানদের
ওয়াশিংটনে নিকির কাছে ধরাশায়ী ট্রাম্প
নির্বাচনের পর ফের রাজপথে নামছে ইমরান খানের দল
রাখাইনে আরাকান আর্মির হামলায় ৮০ সেনা সদস্য নিহত
পাকিস্তানে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করলেন কমিশনার
  সর্বশেষ
রাষ্ট্রপতির নিজ থেকে পদত্যাগ করা উচিত : জয়নুল আবেদীন
দুই দিনের রিমান্ডে নোয়াখালীর সাবেক এমপি একরামুল
চলতি মাসেই বৈঠক হতে পারে পাক প্রধানমন্ত্রী শাহবাজের সাথে
চাটখিলে ফুয়াদ ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
অর্থনীতিকে বিপদে ফেলতে কারখানা বন্ধের অপচেষ্টা: শিল্প উপদেষ্টা
বরগুনায় কেন্দ্রীয় সমন্বয়কদের সামনেই হাতাহাতি, সভা পণ্ড
রক্তাক্ত বায়রা অফিস, ইসির বৈঠকে হামলা
মাজার ভাংচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা- প্রধান উপদেষ্টা
xxxxxxxxxxxxxxxxx