মুশফিকুর রহমান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বিশ্বে বাংলাদেশী পণ্যের রপ্তানি বাড়াতে সরকার নিরলসভাবে কাজ করছে। রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণে বিদেশে আমাদের মিশনগুলোকে আরও জোরালো ভ‚মিকা পালন করতে হবে। আজ শনিবার (২০ জানুয়ারি) ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) এ সংবাদ সম্মেলন হয়। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীকাল রোববার (২১ জানুয়ারি) থেকে রাজধানীর পূর্বাচলে এ বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বাণিজ্যমেলা শুরু হচ্ছে। এই মেলার মূল উদ্দেশ্য গার্মেন্টসের ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানিকে বহুমুখী করার উপায় বের করা।’ চামড়া ও পাট শিল্পের বিকাশ ও উন্নয়নে সরকার কাজ করছে। মূলত স্থানীয় ব্যবসায়ীদের উৎসাহিত করতে এই মেলার আয়োজন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে পরিচিত করতে চাই। মেলায় আগত ক্রেতা ও দর্শনার্থীরা যাতে প্রতারিত না হয়, সে বিষয়টি নিশ্চিত করা হবে। মেলায় এবার ছোটদের টিকিটের দাম ধরা হচ্ছে ২৫ টাকা, বড়দের ৫০ টাকা। দর্শনার্থীদের যাতায়াতের সুবিধায় কুড়িল থেকে থাকবে বিশেষ বাস সার্ভিস। রাজধানী প্রবেশদ্বার কুড়িল থেকে বাণিজ্য মেলায় আসা-যাওয়ার জন্য শেখ হাসিনা সরণি সড়কটি পুরোপুরি খুলে দেয়ায় রাজধানীসহ আশেপাশের দর্শনার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন এবারের মেলায়। দেশের পণ্য প্রদর্শনীর সব থেকে বড় আয়োজন এই বাণিজ্য মেলা। দেশীয় পণ্যের পাশাপাশি প্রতিবছর ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশের পণ্য শোভা পায় এ মেলায়।
|