প্রতিবেদক লাইন্সেস নেই এমন হাসপাতাল ও ক্লিনিক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। নইলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে এ নির্দেশ দেন সদ্য দায়িত্বপ্রাপ্ত এ মন্ত্রী। এ সময় হুঁশিয়ারি দিয়ে সামন্ত লাল সেন বলেন, সারা দেশে যেসব হাসপাতাল ক্লিনিকের লাইসেন্স নেই সেগুলো বন্ধ রাখতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়া হবে। ইউনাইটেড হাসপাতালে এক শিশুর মৃত্যুর ঘটনা নিয়েও এ সময় মন্তব্য করেন সামন্ত লাল। স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশু আয়ানের মৃত্যুতে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
|