☰ |
|
বিনোদন |
প্রতিবেদক ফারুকী বলেন, "আজকে সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল! এ রকম কত সকাল যে আমার গেছে। আমি একটা ছবি বানাইছি `শনিবার বিকেল` নামে। যেটা সেন্সর বোর্ড সদস্যরা দেখে বিভিন্ন পত্রিকায় ইন্টারভিউ দিয়ে বললেন, আমরা দ্রুতই সেন্সর সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। তারপর এক অদৃশ্য ইশারায় ছবিটার দ্বিতীয় শো করে তারা। এবং তারপর বলে দিল, ছবি ব্যান। আমরা আপিল করলাম। আজকে সাড়ে তিন বছর হলো আপিলের। কোনো উত্তর নাই। এবং আমাদেরও বুঝি কিছু বলার নাই। কারণ তারাপদ রায়ের কবিতার মতো আমাদের কখন সর্বনাশ হয়ে গেছে আমরা টেরও পাইনি। " সেন্সর বোর্ডে কেন ছবিটি আটকে আছে এ বিষয়ে জানতে বোর্ডের সদস্য অভিনেত্রী অরুণা বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি থাকা অবস্থায় এই ছবিটির প্রদর্শনী হয়নি। আমি ঠিক বলতে পারব না। ’ সেন্সর বোর্ডের আরেক সদস্য নির্মাতা সোহানুর রহমান সোহান। তিনিও জানেন না এই চলচ্চিত্রটি কেন আটকে আছে। সোহান রবিবার দুপুরে বলেন, ‘আমি সেন্সর বোর্ডের সদস্য হয়েছি কিছুদিন। ফলে এই চলচ্চিত্রটির বিষয়ে জানি না। আগামীকাল মিটিং রয়েছে, সেখানে গেলে হয়তো প্রশ্ন তুলতে পারি। ’ সাবেক সদস্য অভিনেত্রী অঞ্জনা থাকা অবস্থায়ও এই ছবির সেন্সর প্রদর্শনীর কথা মনে করতে পারছেন না সাবেক সদস্য অভিনেত্রী অঞ্জনাও। তিনি বলেন, ‘আমি যখন ছিলাম তখন এটা শো হয়েছে কি না মনে করতে পারছি না। যেহেতু ফারুকীর ছবি সেহেতু প্রদর্শনী হলে মনে থাকত। ’ |
বিনোদন |
সর্বশেষ |
xxxxxxxxxxxxxxxxx |