প্রতিবেদক বাসা-বাড়িতে গ্যাসের দাম সমন্বয় করা হচ্ছে- এমন গুজবে কান না দেয়ার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি আরো জানান, কয়েক দিনের মধ্যেই চলমান গ্যাস সংকট কেটে যাবে। আজ রোববার (২১ জানুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
নসরুল হামিদ বলেন, ‘অনেকে মনে করছে আমরা হয়তো বাসা-বাড়ির গ্যাসের দাম সমন্বয় করতে যাচ্ছি। এটা ঠিক না। আপনারা অন্তত এ মুহূর্তে গুজবে কান দেবেন না। আমরা চেষ্টা করছি, বাসা-বাড়িতে যেন নিরবচ্ছিন্ন গ্যাস পায়।’
প্রতিমন্ত্রী আরো বলেন, গ্রাহকরা যেন নিরবচ্ছিন্ন গ্যাস ও মিটার পান এটা আমাদের অনেক আগে থেকে প্রকল্প। আমরা জাইকা ফান্ড পেয়েছিলাম আজ থেকে ৫-৭ বছর আগে, এটা চলমান প্রক্রিয়া। প্রায় ২০ লাখ মিটার লাগাতে হবে।
বর্তমান চাহিদা ও সংকট প্রসঙ্গে বলেন, আমাদের এখন গ্যাসের চাহিদা তিন হাজার ৮০০ এমএফসিএফ। আমরা দিতে পারি তিন হাজার ২০০ এমএফসিএফ।
|