বিনোদন ডেস্ক প্রয়াত চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ওরফে ইমন ওরফে সালমান শাহ আত্মহত্যা করেছে? নাকি তাকে হত্যা করা হয়েছে? সালমান শাহের মা নিলুফার জামান চৌধুরী ওরফে নীলা চৌধুরী আত্মহত্যা মানতে নারাজ। ২৫ বছর সন্তানকে লালন-পালনের পর ২৭ বছর যাবত তিনি আছেন বিচারের অপেক্ষায়। বিভিন্ন সংস্থার তদন্ত ও প্রতিবেদনের পরও সন্তুষ্ঠ হতে পারেননি স্বজনরা। সর্বশেষ আইনি লড়াইটুকু চালিয়ে যেতে চান মা নীলা চৌধুরী। বর্তমানে মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
সালমান শাহ মারা যান ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। রমনা থানা এলাকার নিউ ইস্কাটন রোডের ১১/বি ইস্কাটন প্লাজার ফ্ল্যাটে। ওইদিনই রাজধানীর রমনা থানায় একটি এজাহার দাখিল করেন সালমান শাহের বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী। পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। মামলা দায়েরের কয়েক বছর পর ২০০০ সালের ১১ মে তিনি মারা যান। এরপর মামলাটি পরিচালনা করছেন সালমান শাহের মা নিলুফার জামান চৌধুরী ওরফে নীলা চৌধুরী।
|