রাজনীতি
টিকার জন্য ঢাকা মেডিক্যালের সামনে প্রবাসীদের বিক্ষোভ
  11, September, 2021, 3:18:31:PM

প্রতিবেদক
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনাভাইরাসের টিকা নিতে না পেরে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। এ সময় তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের বহির্বিভাগ টিকাকেন্দ্রের সামনে তারা এই বিক্ষোভ করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ করেন।

কামরুজ্জামান নামের এক প্রবাসী বলেন, সোমবার আমার ম্যাসেজ এসেছে, শনিবার টিকা নেওয়ার তারিখ উল্লেখ করে। আজ সকালে এখানে এসে লাইনে দাঁড়াই। সকাল সাড়ে ৯টার দিকে আমাদের বলা হয় আজ টিকা নেই।

তিনি আরও বলেন, এর আগে যেদিন টিকার জন্য আসি, তখন তারা বলে দেয় যে, আজ আসলে আমরা টিকা পাবো। কিন্তু আজকে আমরা আসার পরে তারা আমাদের বলে, টিকা নাই।

এ সময় অনেকেই দাবি করেন, তাদের শনিবারে টিকাগ্রাহণে তারিখ দিয়ে এসএমএস এসেছে।

হাসপাতালের বহির্বিভাগে টিকা নিতে না পেরে প্রবাসীরা বিক্ষোভ করার সময় হাসপাতালের নিরাপত্তাকর্মীরা তাদের সীমানার বাইরে বের করে দেন। পরে তারা পাশে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যাায়ে তারা দল বেধে সেখান থেকে জাতীয় প্রেসক্লাবের চলে যায়।

এ বিষয়ে ঢামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, আমরা কোনো প্রবাসীকেই আজকে প্রথম ডোজ টিকা দেওয়ার জন্য এসএমএস দেইনি। আজ যারা এসেছেন, তাদের পূর্বের তারিখে টিকা নেওয়ার দিন ছিল। তখন তারা বিভিন্ন কারণে আসতে পারেনি, এখন তারা এসে টিকা নিতে চাচ্ছে। আমাদের এখানে প্রথম ডোজ সিনোফার্মা চালু আছে। আমরা তাদেরকে সিনোফার্মার টিকা নিতে অফার করেছি যে, সিনোফার্মা আমাদের এখানে চলমান, আপনারা এটা নিতে পারেন।

তিনি আরও বলেন, আর যাদের অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার ও মডার্না না নিলে চলবে না তাদেরকে আমরা বলছি, আপনারা খবর রাখেন যখন সরকার এগুলো চালু করবে, তখন আপনারা আসবেন।



     রাজনীতি
জামিন পেলেন পিকে হালদারের বান্ধবী অবন্তিকা
বাংলাদেশে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: আইজিপি
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জি কে শামীমের জামিন
প্রয়োজনে জরুরি আইনে বাজার নিয়ন্ত্রণ করা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থা নেয়ার আহ্বান আইজিপির
প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার চেষ্টা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
গ্যাসের দামে সমন্বয় নয়, গুজবে কান না দেয়ার পরামর্শ
মন্ত্রিসভায় কে এই আরাফাত?
জামিন পাননি মির্জা ফখরুল, হাইকোর্টে রুল খারিজ
শপথ নিয়েছেন ৬২ স্বতন্ত্র সংসদ সদস্য
  সর্বশেষ
জামিন পেলেন পিকে হালদারের বান্ধবী অবন্তিকা
ট্রাম্পের বিশৃঙ্খলাকে প্রত্যাখ্যান রিপাবলিকানদের
ওয়াশিংটনে নিকির কাছে ধরাশায়ী ট্রাম্প
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি দম্পতিকে গুলি করে হত্যা
রমজানে ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি হবে ঢাকার
বইমেলার সময় বাড়ল আরো দুই দিন
বাংলাদেশে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: আইজিপি
নির্বাচনের পর ফের রাজপথে নামছে ইমরান খানের দল
রাখাইনে আরাকান আর্মির হামলায় ৮০ সেনা সদস্য নিহত
xxxxxxxxxxxxxxxxx