ফেসবুক কর্ণার
বোট ক্লাবের ঘটনায় পরীমণিকেই দোষ দিলেন জয়নাল হাজারী
  3, July, 2021, 7:07:36:PM

প্রতিবেদক
অভিনেত্রী পরীমণি প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করে ফের আলোচনায় এলেন ফেনীর আলোচিত রাজনীতিবিদ জয়নাল হাজারী। সম্প্রতি সাভারের বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন এই অভিনেত্রী। গতকাল শুক্রবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে জয়নাল হাজারী এ ঘটনার জন্য পরীমণিকেই দায়ী করেন।

ফেসবুকে পরীমণিকে অভিযুক্ত করে তিনি বলেন, ‘মেয়েটা বোট ক্লাবে না গেলে এ ঘটনা ঘটতো না। তাকে যদি ধর্ষণ করা হয় বা নির্যাতন করা হয়, তা তার দোষেই হয়েছে। সে তো জানে ওই ক্লাবে কী হয়। মদ খাওয়া হয়, জুয়া খেলা হয়। আমি যদি জেনে-শুনে বাঘের মুখে পড়ি, বাঘ তো আমাকে খাবেই। সাপের গায়ের ওপর পা দিলে তো কামড়াবেই। এটা তো জানা কথাই, তাহলে সে কেনো গেলো। মূলত এ ঘটনার জন্য আমি তাকেই অপরাধী মনে করি।’

তিনি বলেন, ‘একটি কথাতেই সব শেষ হয় যে, এই মেয়ে বোট ক্লাবে গিয়েই অপরাধ করেছেন। তিনি বোট ক্লাবের ঘটনার পর থানায় গিয়েছিলেন মামলা করতে। তবে পরীমণি অসংলগ্ন, মাতাল ছিলেন বলে সেই মামলা নেননি থানার ওসি সাহেব। আমার প্রশ্ন, সে যদি মাতাল হয় তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তাতার করে হাসপাতালে নিয়ে ওয়াশ করার নিয়ম; কিন্তু তখন তা কেন করা হলো না।’
১৯৯৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক তরুণীকে প্রকাশ্যে নিপীড়নকারী যুবকদের পক্ষ নিয়েছিলেন এই রাজনীতিবিদ।



     ফেসবুক কর্ণার
‘সত্যিই তো, এক সেকেন্ডের নাই ভরসা’ তসলিমা নাসরিন
বোট ক্লাবের ঘটনায় পরীমণিকেই দোষ দিলেন জয়নাল হাজারী
ফেসবুক লাইভে যা বললেন মুনিয়ার বোন
এটি আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড
সন্তান জন্ম দিলেই মিলবে ৮৫ লাখ টাকা
ওয়াশিংটনে ঢাবি অ্যালামনাই ফোরামের নতুন পরিষদ
ধর্ষণের শাস্তি জনসম্মুখে কার্যকর করা হোক
কেমন জানি একটা শোঁ শোঁ শব্দ হয়!
  সর্বশেষ
অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ৫.৪১ শতাংশ
ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম
মামদানি মেয়র হলে তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্পের
জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে
জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা কবে, জানালেন শফিকুর রহমান
২৩৭ আসনে বিএনপির প্রার্থী
বিএনপির ৪ নেতা বহিষ্কার
রাজনৈতিক দলগুলোকে আজ জুলাই সনদ দেবে ঐকমত্য কমিশন
xxxxxxxxxxxxxxxxx