| |
| সৈয়দ ওছিম উদ্দিন বোগদাদী (রঃ) ইতিহাস |
| |
| |
| 3, July, 2025, 11:28:18:AM |
| |
| |
|
| |
| |
| রহমান ফেরদৌস নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও গ্রামে সৈয়দ ওছিম উদ্দিন বোগদাদী (রঃ) আগমন করেন ১৭৮০ খ্রিঃ। তিনি তৎকালিন রামগঞ্জের পাঁচগাঁওতে একটি মসজিদ নির্মান করেন। মসজিদটি পাঁচগাঁও সৈয়দ বাড়ি মসজিদ নামে পরিচিত। মসজিদটি একটি প্রাচীন মসজিদ হলেও কয়েকবার সংস্কারের পর আগের অবয়ব আর নেই। সৈয়দ ওছিম উদ্দিনের পিতা সৈয়দ আকবর শাহ বোগদাদী ত্রিপুরা অঞ্চলে ইসলামের প্রচারে নিয়োজিত ছিলেন। সৈয়দ আকবরশাহ (রাঃ) এর মাজার ত্রিপুরায় অবস্থিত। ত্রিপুরার রাজা গোবিন্দ মানিক্য সৈয়দ আকবর শাহকে কয়েক দ্রুন সম্পত্তি দান করেন। তার পূর্ব পুরুষরা ছিলেন ইরাকের বাগদাদের অধিবাসী। কুমিল্লা থেকে প্রকাশিত পূর্বদেশ গ্রন্থে সৈয়দ আকবর শাহ বোগদাদীর ইতিহাস লেখা আছে। সৈয়দ ওছিম উদ্দিন বোগদাদী (রঃ) দাদা খোদা বক্স বোগদাদী চট্টগ্রাম অঞ্চলে মোঘলদেও প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সপ্তদশ শতকে পূর্তগালের ঐতিহাসিক জোয়াও দ্য বাররোস (Joao de Barros) রচিত দেকদাস (Decadas) গ্রন্থে চাঁটগাঁর মোঘল প্রতিনিধি হিসেবে খোদা বক্সেও কথা উল্লেখ করেন। খোদা বক্সেও শাসনাধীন এলাকা উত্তওে ত্রিপুরা আর দক্ষিনে আরাকান অঞ্চলের কথা উল্লেখ রয়েছে। খোদা বক্স বোগদাদীর নাতি সৈয়দ ওছিম উদ্দিন বোগদাদী (রঃ) পাঁচগাঁওতে রাজা নরবোদ্ধ সেনের বংশধর তালুক মোহাম্মদ কামিল ভ’ঞার মেয়ে ওলফুতের নেছাকে বিয়ে করেন। মোঘল আমলে রাজা নরবোদ্ধ সেন এর নাতি ইসলাম খাঁ নাম ধারণ কওে মুসলিম ধর্ম গ্রহণ করে। মোঘলরা তাদেরকে বহু নাখেরাজ সম্পত্তি দান করে। ওলফুতের নেছার মা জয়নব ভানু সামনি ছিলেন বহু তালুকের মালিক। সৈয়দ ওছিম উদ্দিন বোগদাদী (রঃ) ৮ ভাই ছিলেন। কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর অঞ্চলে ইসলাম প্রচার করতে গিয়ে তাঁরা সেখানে স্থায়ী বসতি গড়ে তোলেন। সৈয়দ ওছিম উদ্দিন বোগদাদির করর রয়েছে পাঁচগাঁওতে। বর্তমানে পাঁচগাঁও সৈয়দ বাড়িতে সৈয়দ ওছিম উদ্দিনের বংশধরেরা বসবাস করছেন।
|
| |
|
|
|