| অনলাইন ডেস্ক
সিনিয়র সাংবাদিক নাজনীন আক্তার বানুর ‘বিয়ন্ড বর্ডার্স’ দি আর্ট অব রিপোর্টিং ইস্ট অ্যান্ড ওয়েস্ট’বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল সোমবার (২ জুন) বিকেলে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
তানিয়া হামিদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. শহীদুল ইসলাম বলেন, একজন নাজনীন শিক্ষকতার পাশাপাশি সংবাদ পাঠ, সঙ্গীত চর্চাও করেন। এছাড়াও তিনি তার পরিবারে সন্তানদেরও বড় করেছেন। একজন মানুষ ইচ্ছে করলে তার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে। তিনি আবার গ্রন্থও প্রকাশ করেছেন। তার কাছ থেকেও আমাদের শেখার আছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম, (অব.) এয়ার কমোডর (অব.) মুনিম খান মুজলিস, পিআইবি জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. রথীন্দ্রনাথ সরকার, কবি শহিদুল্লাহ ফারায়জী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলী আশরাফ আকন্দ।
|